হেফাজত নেতা মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে পল্টন থানায় মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় হেফাজত নেতা মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে পল্টন থানায় মামলা হয়েছে।
সোমবার ব্যবসায়ী খন্দকার আরিফ উজ জামান বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। ২৬শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ চালায় হেফাজতের কর্মীরা। এসময় আগুন দেয়া হয় বেশ কয়েকটি যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিক্ষোভকারী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হন।