হেফাজতের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তর পুলিশ মহা-পরিদর্শকের পরিদর্শন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর পরিদর্শন করেছেন পুলিশের মহা-পরিদর্শক ড. বেনজির আহমেদ।
দুপুরে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন, পৌর সভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাত আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনসহ বেশ কিছু ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন আইজিপি। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে বিক্ষুব্ধদের হামলায় আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ অন্যন্য আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন তিনি । এ সময় আইজিপির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন।