হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষুধা, দারিদ্র, শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষুধা, দারিদ্র, শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি । এ সময় তিনি বলেন, বর্তমান জাতীয় পার্টি এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে একটি কল্যাণ মুখী রাষ্ট্র গঠন করবে। সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আদর্শ সমাজ পাবে সবাই। জাতীয় পার্টি হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলেও জানান জি এম কাদের।