হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে জাতীয় পার্টি: জি এম কাদের
																
								
							
                                - আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
 - / ১৫৬০ বার পড়া হয়েছে
 
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সুখি সমৃদ্ধ দেশ গঠনে হুসেইন মুহম্মদ এরশাদ যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করছে দলটি। হুসেইন মুহম্মদ এরশাদ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জনগণ আর দেশের জন্য সব সময় কাজ করেছেন এরশাদ
প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত ১০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এই অনুষ্ঠানে অংশ নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতি চারন করেন কেন্দ্রীয় তারা।
করোনার বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ কষ্টে আছে উল্লেখ করে সরকারকে দায়ি করেন পার্টির মহাসচিব।মহামারির এই সময়ে প্রতিটি মানুষের খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান,পার্টির চেয়ারম্যান।গরীব অসহয় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা কর্মীদের প্রতিও আহ্বান জানান, বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
																			
																		













