হিরো মোটরসাইকেল এবং প্রাইভেট কার রপ্তানী করবে নিটল-নিলয় গ্রুপ

- আপডেট সময় : ০৯:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
খুব শিগগিরই বাংলাদেশ থেকে হিরো কোম্পানির মোটরসাইকেল এবং প্রাইভেট কার বিদেশে রপ্তানী করবে বলে জানিয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। বিকেলে প্রতিষ্ঠানটির নিকুঞ্জ অফিসে রেফেল ড্র অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় মাতলুব আহমাদ বলেন, হিরো মোটরসাইকেল এখন বাংলাদেশেই তৈরী হচ্ছে। নিটল-টাটা গ্রুপ যৌথভাবে দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গেল ১ অক্টোবর থেকে চলছে মাসব্যাপী হিরো বাইক মেলা। মেলা চলাকালে গ্রাহকরা বিভিন্ন উপহারের পাশাপাশি প্রতি সপ্তাহে লটারীর মাধ্যমে একজন গ্রাহককে পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে টাটা ইন্ডিগো প্রাইভেট কার। এরই ধারাবাহিকতায় বিকেলে রেফেল ড্র-এর মাধ্যমে প্রথম সপ্তাহের বিজয়ী হন দিনাজপুরের রবিউল ইসলাম। ১৩ লাখ টাকা মূল্যের গাড়িটি স্থানীয় ডিলারের মাধ্যমে বিজয়ীর কাছে পৌঁছে দেয়ার কথা জানান এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাতলুব আহমাদ।