হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২০৮৩ বার পড়া হয়েছে
জুলাই পদযাত্রার ৫ম দিনে বগুড়ায় এনসিপির পথসভা-গণসংযোগ চলছে। এরআগে সকালে পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে।
এছাড়াও জুলাইয়ের মামলা নিয়ে বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি শহীদ পরিবারের সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এনসিপি সব সময় জুলাই শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকবে। এসময়ে এনসিপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। বগুড়া শহরের পলিটেকনিক এলাকার সামনে থেকে পদযাত্রা শুরু হয়েছে। বিভিন্ন স্লোগানে পদ যাত্রা শহরের শেরপুর রোড, সাতমাথাসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়।