হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বের পরিচয় দেয়নি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
 - / ৪৩৭১ বার পড়া হয়েছে
 
হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বের পরিচয় দেয়নি বলে মন্তব্য করেছেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এসময় রিজভী আরো বলেন, ভারত বাংলাদেশের জনগণের পক্ষে হলে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে কখনো আশ্রয় দিত-না। শেখ হাসিনা ভয় পেয়ে আত্মসমর্পণ করেনি বলে দাবি করেন তিনি।তিনি অভিযোগ করেন, যেসব গণমাধ্যম বিরুদ্ধে কথা বলছে সেসব গণমাধ্যম শেখ হাসিনা দখল করছে বাকশাল নির্মাণের জন্য। এস আলমের মতো প্রতিষ্ঠানকে শেখ হাসিনা সরকার সব ধরনের সুবিধা দিয়েছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী।
																			
																		
















