হাসপাতালের কেবিনে ভালোবাসার মানুষকে বিয়ে করলেও সংসার আর করা হলো না
- আপডেট সময় : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
মানবিক অনুভূতি এবং আবেগ কেন্দ্রিক বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। যা বিশেষ কোন মানুষের জন্য শক্তিশালী বন্ধন। এমনটাই যেন এক নজির গড়লেন হাসান ও ফাহমিদা। নাকে অক্সিজেনের নল লাগিয়ে লালশাড়ি আর গয়না পরে হাসপাতালের কেবিনে বিয়ে করেন । কিন্তু অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে ফাহমিদা।
মনের জোরে ভালোবসার মানুষকে বিয়ে করলেও সংসার আর করা হলো না। তাদের বিয়েটা বাকী সাধারণের মতো নয়। নাকে অক্সিজেনের নল। গায়ে লালশাড়ি আর গয়না। হাসপাতালের কেবিনে প্রেমিক হাসান মাহমুদ্দুল্লাহ ইচ্ছেতে বিয়েতে সম্মতি দেন ফাহমিদা কামাল।
হাসান ও ফাহমিদার পরিচয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে। প্রেমে জড়িয়ে সম্পর্ক অটুট থাকে আমৃত্যু। যখন বিয়ের সিদ্ধান্ত নেন বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধী ক্যান্সার। আক্রান্ত হন ফাহমিদা।
চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ফাহমিদা। সেখানেই ৯ মার্চ বিয়ে হয় ফাহমিদা-হাসানের। বধূবেশে আর ঘরে ফেরা হলো না ফাহমিদার। বাড়ি ফিরলেন সাদা কাফনে। সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন ফাহমিদা কামাল। সোমবার সকালে মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন ফাহমিদা।
স্বামীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেলো। পারিবারিক কবরস্থানে তার দাফন হবে বলে তার চাচা জানান।










