হারারে টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদের ব্যাটিং নৈপুণ্যে হারারে টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ৪৬৮ রানে অলআউট হয়েছে মুমিনুলের দল। জবাবে ব্যাট করছে জিম্বাবুয়ে।
শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৪৪ রান। ৮ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটসম্যান- মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ এদিন আলোর পথ দেখান। গড়েন ১৯১ রানের জুটি। ক্যারিয়ারের প্রথম ফিফটি করে তাসকিন ফেরেন ৭৫ রানে। মাহমুদউল্লাহ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক– অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ১৫০ রানে। ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ডোনাল্ড তিরিপানো এবং ভিক্টর নিয়াউচি নেন দু’টি করে উইকেট।