হাফ পাশের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৭১৬ বার পড়া হয়েছে
হাফ পাশের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সব ধরনের গণপরিবহণে হাফ পাশ বাস্তবায়নে তাদের এই কর্মসূচি। দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড় এলাকায় এই কর্মসুচী পালন করে তারা।
শিক্ষার্থীরা জানায়, জ্বালানি তেলের বাম বাড়ানোর অজুহাতে অসহনীয়ভাবে বাড়ানো হয়েছে পরিবহন ভাড়া। যার সঙ্গে কোন ভাবেই মানিয়ে নিতে পারছেন না তারা। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া দেয়ার নিয়ম থাকলেও অধিকাংশ গণপরিবহনই তা মানছে না। এই বাস্তবতায় পরিবহণ শ্রমিকদের কাছে শিক্ষার্থিরা লাঞ্ছিতও হচ্ছে প্রতিনিয়ত। তাই সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বাস্তবায়নে আইন করার দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। শান্তিপুর্ণ আন্দোলনে দাবি আদায় না হলে কঠোর কর্মসুচি পালনেরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।




















