হাতিয়ায় ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ২টার পর ৬নং ওয়ার্ডস্থ আশ্রাফ সমাজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত রবিন্দ্র কুমার দাস চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বর্তমানে ইউপি সদস্য পদে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা রবিন্দ্রের মরদেহ উদ্ধার করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে এবং তার হাতের কব্জি কেটে ফেলা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত না। একাধিক সূত্র জানায়, নিহত রবিন্দ্রের বিরুদ্ধে একাধিক হত্যাসহ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সর্বশেষ ২০১৬ সালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগও রয়েছে রবিন্দ্রের বিরুদ্ধে।























