হাতিয়ায় অব্যাহত নদী ভাঙনের শিকার ভূমিহীনদের পুনর্বাসনে গুচ্ছগ্রাম প্রকল্প
- আপডেট সময় : ০২:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অব্যাহত নদী ভাঙনের শিকার ভূমিহীনদের পুনর্বাসনে সরকার গড়ে তুলছে গুচ্ছগ্রাম প্রকল্প। জমি ও বসতঘর পেয়ে খুশি তারা । তবে মাথা গোজার ব্যবস্থা হলেও কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রাস্তাঘাট না থাকায় হতাশ গুচ্ছগ্রামের অধিবাসীরা।
দ্বীপ উপজেলা হাতিয়ায় নদী ভাঙনে প্রতি বছর গৃহহীন হচ্ছে কয়েক হাজার মানুষ। সরকার এ সব গৃহহীনদের পুনর্বাসন করতে ছয়টি গুচ্ছগ্রাম নির্মাণ করেছে। এর মধ্যে স্বপ্নবিনা এবং তরুছায়া গুচ্ছগ্রাম দুটির কাজ শেষ হয়েছে। প্রতিটি গুচ্ছগ্রামে ৫০টি পরিবার বসবাসের সুযোগ পাচ্ছে । প্রতি পরিবারকে দেয়া হয়েছে ১১ শতক জমি ও একটি বসতঘর। এছাড়াও গুচ্ছগ্রামে আছে পুকুর, টিউবওয়েল, স্যানেটারি ল্যাট্রিন এবং সামাজিক অনুষ্ঠানের জন্য হলরুম।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতাল এবং বিদ্যুত সুবিধা না থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে গুচ্ছগ্রাম বাসিন্দাদের।
স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস বলেন, সকল ভূমিহীনকে সরকার পর্যায়ক্রমে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় নিয়ে আসবে।





















