হাতকড়া পড়া অবস্থায় পালিয়েছে মাসুদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসাধীন আসামী মাসুদ খান হাতকড়া পড়া অবস্থায় পালিয়েছেন। এ ঘটনায় দায়িত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য মশিউর রাহমান ও সজল ঘরামীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার মডেল থানার ওসি আজিমুল করিম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চুরির ঘটনায় গণধোলাই খাওয়া মাসুদ নামের ওই আসামিকে গত ৩০ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিল পুলিশের দুই সদস্য। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের ওই দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।




















