হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে

- আপডেট সময় : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
ইতোমধ্যে মাদক মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমকে সাজা প্রদান করা হয়েছে। নিয়মিত মামলার তদন্ত করতে গিয়ে তার বাসা থেকে অস্ত্র মাদক, ইলেকট্রিক ডিভাইজসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এমন মন্তব্য করেছে রেবের মহা-পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে রেব ডিজি আরো বলেন, এ সব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।