হাওরাঞ্চলে কৃষকদের পরিবারের নেই ঈদের আমেজ

- আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
হাওরাঞ্চলে কৃষকদের পরিবারের নেই ঈদের আমেজ। কাঁচাপাকা ধান কাটতে পারলেও পর্যাপ্ত ধান সংগ্রহ করতে না পারায় কষ্টে ভূগছেন কৃষক। বছরের খোরাক নিয়ে চিন্তিত তারা।
সুনামগঞ্জের হাওরে এবছর ছোট-বড় ১৫২টি হাওরে ২ লাখ ২২ হাজার ৮ শত ৫ হেক্টর বোরোধান রোপন হয়েছে। গেলো একমাসে উজানের ঢলে ২২ টা হাওরে পানি ঢুকে তলিয়ে গেছে ফসলি জমি। ফসল বাঁচাতে ইতিমধ্যে ৫৬ শতাংশ হাওরের কাঁচাপাকা বোরো ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। আবহাওয়া ভাল থাকলে ৫/৬ দিনের মধ্যে হাওরের বাকী ধান ঘরে তোলা সম্ভব।
বৃষ্টিপাত ও নদ-নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জ হাওরের কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
উল্লেখিত, সুনামগঞ্জ জেলার ৯ উপজেলায় ২২ টি হাওরের বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় ফসলি জমি। নষ্ট ধানের হিসেব নিয়ে রয়েছে রকমভেদ তথ্য। প্রশাসনের মতে ৮ থেকে ১০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষকদের দাবী, এ পর্যন্ত হাওরে ২০ হাজার হেক্টরেরও বেশি বোরো ফসলের ক্ষতি হয়েছে।