হরিণাকুন্ডুতে মহানবী (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তি করায় একজন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মহানবী (সাঃ) সম্পর্কে ফেসবুকে কটুক্তি করায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুকে চাচাতো ভাই-বোন বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে হাসান মেহেদি নামের এক ব্যক্তি মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করে কমেন্টস করেন। এ ঘটনায় হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের মুক্তাগাছায় গৃহবধূ সুমাইয়া আক্তার মীম হত্যার প্রধান আসামি স্বামী সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
কুষ্টিয়ায় ভূমি অফিস সহকারী হত্যা মামলায় প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে রেব। গত রাতে ঢাকার দক্ষিণখান থেকে এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পাসপোর্ট করতে এসে মানিকগঞ্জে নারীসহ ২ রহিঙ্গা গ্রেফতার হয়েছে। দুপুরে অন্যের নাম ব্যবহার করে পাসপোর্ট করতে এসে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় সন্দেহ হলে পুলিশকে খরব দেয়া হয়। পরে পুলিশ তাদের গ্রেফতরা করে। এ ব্যপারে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।























