হরতালের সমর্থনে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে হেফাজতের কর্মীরা
- আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা। সকাল থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, সানারপাড় ও সাইনবোর্ড এলাকা। এতে পুলিশসহ আহত হন অর্ধ-শতাধিক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড় ও সাইনবোর্ড এলাকাসহ বেশকিছু পয়েন্টে হরতালের সমর্থনে রোববার সকালে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হেফাজত কর্মীরা।
এ সময় বেশ কয়েকটি ট্রাক ও মাইক্রোবাসে আগুন দেয় তারা। পুলিশ হেফাজত কর্মীদের হটাতে টিয়ার শেল ছোঁড়ে।
শুরু হয় পুলিশ ও পিকেটারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ কয়েকদফা রাস্তা থেকে হেফাজতের কর্মীদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ও রেবের উপস্থিতি বাড়ানো হয়। পাশাপাশি যোগ দেয় বিজিবি সদস্যরা। যৌথভাবে চলে ধাওয়া। এ সময় বেশ কয়েকজন আহত হলে পুলিশ তাদের আটক করে।
এর পরও পুরোপুরি নিবৃত করা যায়নি হরতালকারীদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে বলে জানান, ডিএমপি’র ওয়ারী বিভাগের উপ-কমিশনার।
এদিকে হরতালের সমর্থনে বায়তুল মোকাররমসহ রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করে হেফাজত কর্মীরা।























