হবিগঞ্জ পৌর মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থীর ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট মোহাম্মদ এনামুল হক সেলিম ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জলাবদ্ধতা নিরসন, স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করণ, দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন, মাদকমুক্ত শহর গঠনসহ ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় বিএনপি কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, পৌর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক উপস্থিত ছিলেন।