হবিগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে প্রধান সড়ক অবরোধ কর্মসূচি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
চাঁদাবাজির প্রতিবাদে হবিগঞ্জের উমেদনগরের প্রধান সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সিএনজি অটোরিক্সা শ্রমিকরা।
পৌর মেয়রের নেতৃত্বে চাঁদাবাজির অভিযোগ এনে দুপুর থেকে শহরের থানার মোড়, বেবীস্ট্যান্ড, পোদ্দারবাড়ীসহ বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় অন্যান্য উপজেলায়ও সিএনজি চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা জানায়, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে তার সহযোগীরা প্রতিদিন চাঁদা আদায় করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সম্প্রতি মিজানের সহযোগীরা শ্রমিকদের মারধর করে। এসময় পৌর মেয়র ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানায় অবরোধে অংশ নেয়া শ্রমিকরা।