হবিগঞ্জে অটোরিক্সা চার্জ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে অটোরিক্সা চার্জ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু।
সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন ও শাহেদ মিয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুই অটোরিক্সা চালক গেল রাতে স্থানীয় একটি গ্যারেজে ব্যাটারী চার্জ দিয়ে যায়। সোমবার সকালে গ্যারেজ থেকে অটোরিক্সা আনতে গেলে তারা বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।