হত্যা মামলার রায়ে জঙ্গি নেতা জাহাঙ্গীরসহ চারজনের ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৭২৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যা মামলার রায়ে জঙ্গি নেতা জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধীসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
বেলা ১১টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। তবে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজন খালাস পেয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলো- রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাঁধন, আলমগীর হোসেন ও রমজান আলী। এরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী গুলশানের হলি আর্টিজান হত্যাকাণ্ডেরও অন্যতম প্রধান পরিকল্পনাকারী। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিল রাজিব গান্ধীসহ পাঁচ আসামি। তবে বাঁধন এখনো পলাতক রয়েছে।















