হত্যার ৩ বছর পর গলাচিপার প্রধান অভিযুক্ত আসামী সাভার থেকে গ্রেফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৮৪০ বার পড়া হয়েছে
 
হত্যার ৩ বছর পর পটুয়াখালীর গলাচিপায় প্রধান অভিযুক্ত শহীদ প্রধানকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। তিনি জানান, ২০১৭ সালের ১ আগষ্ট গভীর রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে মোঃ দেলোয়ার মোল্লা, তার স্ত্রী পারভীন বেগম এবং পালিত কন্যা কাজলী আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন সকালে তাদের বিভৎস মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
																			
																		














