সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা ও দিনাজপুরে ২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতের দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছে। সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা হয়। নিহত দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে, রাতে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ এলাকার রাজাপুকুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক মাসুদ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চার জন।