শুকিয়ে মরে যাচ্ছে শত শত গাছ, বিপর্যস্ত পরিবেশ ও জীব-বৈচিত্র
- আপডেট সময় : ০১:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মেহেরপুরে সড়কের পাশের গাছগুলি হয়ে উঠেছে বিভিন্ন পণ্য, প্রতিষ্ঠান ও ব্যক্তির বিজ্ঞাপণের মাধ্যম। গাছে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার, পোষ্টার ও সাইনবোর্ড। এই অত্যাচারে শুকিয়ে মরে যাচ্ছে শত শত গাছ। বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও জীব-বৈচিত্র। এই নিষ্ঠুরতা থেকে গাছ বাঁচাতে উদ্যোগী হয়েছেন যশোরের রাজমিস্ত্রি ওয়াহিদ সরদার।
মেহেরপুর-চুয়াডাঙ্গা এবং মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দু’পাশে শতবর্ষী গাছগুলোর এখন বেহাল দশা। কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষনাবেক্ষনের অভাবে বিজ্ঞপাণের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এক একটি গাছে পেরেক ঠুকে টাঙানো হয়েছে একাধিক বিজ্ঞাপনী প্রচার।
তবে, আশার কথা হলো- এমন নির্মমতা থেকে গাছ বাঁচাতে বিনা পারিশ্রমিকে কাজ করছেন যশোরের রাজমিস্ত্রি ওয়াহিদ সরদার। প্রতিদিন সাইনবোর্ড অপসারন ও পেরেক তুলে চলেছেন তিনি। গত দু’বছরে ১২’শ কিলোমিটার রাস্তার ২২/২৩ হাজার গাছ থেকে প্রায় ১০ মন পেরেক তুলেছেন তিনি।
ওয়াহিদ সরদারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান, স্থানীয় পৌর মেয়র। সাইনবোর্ড টাঙানোর কারনে শুধু সৌন্দর্য নষ্ট নয়, গাছ মরেও যাচ্ছে। তবে, এ ব্যাপারে সচেতন হয়ে উঠেছে এলাকাবাসী।
পেরেক মারার কারনে মাটির নিচ থেকে খাবার সংগ্রহ করে বিভিন্ন শাখা-প্রশাখায় ছড়াতে পারেনা গাছ। এতে বিভিন্ন সমস্যা দেখা দেয় বলে জানান, এই বিশেষজ্ঞ। মাঝে মাঝে ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয় বলে জানায় স্থানীয় প্রশাসন। গাছ থেকে বিজ্ঞাপণ সরাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে বৃক্ষপ্রেমীরা।






















