স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসকসহ তরুণ দুই ক্রিকেটার

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বিদেশ থেকে ফিরে করোনা সতর্কতা হিসেবে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীসহ তরুণ দুই ক্রিকেটার– সাদমান ইসলাম অনীক ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।
কবজির চোটের কারণে বাঁহাতি ওপেনার সাদমান ও কাঁধের ইনজুরি সারাতে অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয়কে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল বিসিবি। সঙ্গে যান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সফল সার্জারি শেষে তারা দেশে ফেরেন ১৮ মার্চ। পরে অবাধে ঘোরাফেরা না করে সরকারের নির্দেশনা অনুযায়ী তিনজনই এখন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। একইসঙ্গে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার তাগিদও দিয়েছেন তিনি।