স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেলে হাসপাতাল ছাড়বেন বেগম খালেদা জিয়া

- আপডেট সময় : ০৩:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেলে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন।
এর আগে দুপুরে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সভায় বসবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ার কথা জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ড। ২৮ আগস্ট রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ইতোমধ্যে কিছু পরীক্ষার রিপোর্ট পেয়েছেন চিকিৎসকরা। কিছু পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সেগুলো পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসকরা হার্টে রিং বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, তিনি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।