স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পরে আবারো জাতির জনকের দেখানো পথেই চলছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পরে আবারো জাতির জনকের দেখানো পথেই চলছে বাংলাদেশ বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজীউ মন্দির প্রাঙ্গণে নাগরিক উদ্যোগের আয়োজনে দিনাজপুর ম্যারাথন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন শাহরিয়ার সুমন। পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ আরো অনেকেই।























