স্বাধীনতা যুদ্ধের বিজয়স্তম্ভর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও দীর্ঘ ২০ বছরেও শুরু হয়নি নির্মাণ কাজ
- আপডেট সময় : ০৫:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
পাবনার আটঘরিয়া উপজেলায় স্বাধীনতা যুদ্ধের বিজয়স্তম্ভর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও দীর্ঘ ২০ বছরেও শুরু হয়নি নির্মাণ কাজ। ফলে মহান স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁশ, কাঠ,বেঞ্চ আর কাপড় দিয়ে তৈরী করা হয় বিজয়স্তম্ভ। এতে ক্ষোভের শেষ নেই বীর মুক্তিযোদ্ধাদের ।
পাবনার আটঘরিয়া উপজেলা, দেশ স্বাধীনের পেছনে এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের রয়েছে গৌরভ গাঁথা অবদান। তবে স্বাধীনতার ৫০ বছরেও এ উপজেলায় তৈরী হয়নি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কোন স্মৃতিস্তম্ভ। উপজেলার বংশিপাড়ায় সম্মুখ যুদ্ধে শহীদদের স্মরণে রয়েছে একটি স্মৃতি স্তম্ভ, যেখানে নির্দিষ্ট একটি দিনে ৬ ডিসেম্বর সম্মুখ যুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ২০০১ সালের ১আগস্ট উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়ার প্রধান ফটকের পাশে স্বাধীনতা যুদ্ধের বিজয়স্তম্ভের ভিত্তিপ্রস্তর করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য ২০ বছরে শুরু হয়নি এর নির্মাণ কাজ। মহান স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস আসলেই বাঁশ, কাঠ বেঞ্চ আর লাল-সবুজ কাপড় দিয়ে তৈরী করা হয় অস্থায়ী স্মৃতিস্তম্ভ। সেখানে শ্রদ্ধা নিবেদন করতে হয় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনসহ এলাকাবাসীদের। এতে লজ্জাবোধ করেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা।
এত বছরেও নির্মাণকাজ শুরু না হওয়া দুঃখজনক স্বীকার করে অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান এই জনপ্রতিনিধি।




















