স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না : কাদের
- আপডেট সময় : ০৮:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৮৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না। বিএনপির নেতৃত্বাধীন সব সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করারও আহ্বান জানান তিনি। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছেন। আওয়ামী নেতাদের মতো কোলকাতায় পালিয়ে থেকে বিলাসী জীবনযাপন করেননি।
জাতীয় স্মৃতিসৌধ একাত্তরের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য খুলে দেয়া হয়। স্মৃতিসৌধে ঢল নামে সব শ্রেণীর পেশার মানুষের, শ্রদ্ধা সাথে স্মরণ করেন জাতীর বীর শহীদদের। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, শিক্ষাবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি এখনো বিস্তার লাভ করেছে। পরে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দাবি করেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, সেক্টর কমান্ডার হিসেবে সম্মূখ যুদ্ধ করেছেন। পরিণত বাংলাদেশের অগ্রযাত্রায় সকল বিভেদ দূর হয়ে যাক এমন প্রত্যাশা বিশিষ্টজনদের।















