স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয় : বেনজীর আহমদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয়। তারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে সবাইকে আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদ। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণেরও আহ্বান জানিয়েছেন।
রাজারবাগ পুলিশ লাইনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনা সভা।এতে প্রধান অতিথির বক্তব্যে, পুলিশ মহাপরিদর্শক বলেন, ৭১’এর বিরোধিতাকারীরাই এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে যাচ্ছে। দেশপ্রেমকে সুসংহত করতে বঙ্গবন্ধু নিয়ে বেশি বেশি চর্চা করার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর লেখা বই ‘দিশারী’র মোড়ক উন্মোচন করা হয়।


















