স্বস্তির ঈদযাত্রায় বাধ সাধছে বৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৭২৯ বার পড়া হয়েছে
রাত পোহালেই ঈদ। গত কয়েকদিন ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ গন্তব্যে পৌঁছেছে। তবে স্বস্তির ঈদযাত্রায় বাধ সাধছে বৃষ্টি। তারপরও ঘরমুখো মানুষের ঈদযাত্রায় একটুও ভাটা পড়েনি। বৃষ্টির ভোগান্তির সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট উত্তরবঙ্গমুখী যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। একই অবস্থা হয় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কেও।
ঈদযাত্রীদের বৃষ্টির সঙ্গে নতুন ভোগান্তি বাড়তি ভাড়া। বাস টার্মিনালে পরিবহন কোম্পানিগুলো যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে।