স্বল্প খরচে উন্নতমানের কিডনি রোগের চিকিৎসা বিষয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

- আপডেট সময় : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৭২ বার পড়া হয়েছে
স্বল্প খরচে উন্নতমানের কিডনি রোগের চিকিৎসা বিষয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে । এতে সহযোগিতা করছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।
সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক ডাক্তার মেসবাহ উদ্দিন। গণস্বাস্থ্য ডায়ালাইসিস বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মামুন মোস্তাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক বিবেকান্দ ঝাঁ ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদ্দাচ্ছের আলী। সম্মেলনে কিডনি রোগের আধুনিক চিকিৎসা বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অংশ নেন দেশী-বিদেশী প্রায় দুইশ’র বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও বায়োমেটিক্যাল প্রকৌশলীরা। পরে, চিকিৎসা খাতে অসামান্য অবদান রাখায় কয়েকজন চিকিৎসককে গণস্বাস্থ্য কেন্দ্র স্বর্ণপদক দেয়া হয়।