স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া ‘ঐতিহাসিক অর্জন’ : সেলিমা আহমাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
বুধবার বিকেলে তার নির্বাচনী এলাকা হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সমন্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতীয় পতাকা ও ‘বিজয়ের ৫০ বছর’ লেখা ব্যানার হাতে বিজয় রেলী বের করা হয়। এসময় রেলী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল এগিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ।