স্বরসতী পূজার কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কোনো আপত্তি নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
স্বরসতী পূজার কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
সকালে রাজধানীর কাকরাইলে গণসংযোগের সময় তিনি একথা বলেন। মিলন মনে করেন, রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষে ৪০ শতাংশ মানুষ থাকলেও, বাকি ৬০ ভাগ লোক নিরপেক্ষ। তাদের ভোটে তিনি মেয়র নির্বাচিত হবেন বলে আশা করেন। জাতীয় পার্টি মনোনীত এই প্রার্থী মনে করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে অলৌকিক কিছু ঘটে যেতে পারে। সেক্ষেত্রে তার বিজয়ের সম্ভাবনা খুব বেশি। হঠাৎ করে নির্বাচনে অংশগ্রহণ করেননি জানিয়ে মিলন বলেন, ঢাকাবাসীর প্রকৃত বন্ধু তিনি। ঢাকার উন্নয়নে অবদান রাখায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদকে স্মরণ করেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।





















