স্প্যানিশ লা লিগায় এসপানিওলের সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ মিনিটের গোলে এসপানিওলের সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
প্রায় ১৫ বছর পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল এস্পানিওল। কিন্তু ইয়ং শেষ মুহূর্তে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন।ম্যাচের ৭৪ সেকেন্ডে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে ৪০ মিনিটে সমতা ফেরান সার্জি দারদার। ডি থমাসের পাস পেয়ে ডান পায়ের শটে টার স্টেগানকে পরাস্ত করেন এস্পানিওলের মিডফিল্ডার।৭ মিনিট পরই এস্পানিওলকে উচ্ছ্বাসে ভাসান রাউল ডি থমাস। দারদারের অ্যাসিস্টে পোস্টের বাঁ দিকের ওপর কোনা দিয়ে বল জালে জড়ান এই স্ট্রাইকার । ম্যাচ শেষ মিনিটে ডি জংয়ের গোলে হার এড়ায় স্পানিশ জায়ান্টরা।










