স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে ১০ বছরের কারাদন্ডসহ ১০হাজার টাকা জরিমানা আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৮০০ বার পড়া হয়েছে
কুষ্টিয়া খোকসায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনকে ১০ বছরের কারাদন্ডসহ ১০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছে আদালত।
বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামীর উপস্থিতিতে এই রায় দেন। দেলোয়ার হোসেন ওরফে আপন সুনামগঞ্জ জেলা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে গৃহবধু শারমীন আক্তার ভানুকে গলায় ওড়না পেচিয়ে এবং শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে হত্যা করা হয়। এঘটনায় শারমীনের ভাই সামছুল আলম বাদি হয়ে খোকসা থানায় দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।























