স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ জানান, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে মরদেহ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী।