স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ
রোববার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। সুরাইয়া-নাহিদাদের দারুণ বোলিংয়ের পর মুর্শিদার অভিষেক ফিফটিতে স্কটল্যান্ড নারীদের ৯ উইকেটে হারায় টাইগ্রেসরা। এদিন আগে ব্যাটিং নেমে স্কটল্যান্ড গুটিয়ে যায় মাত্র ৭৭ রানে। ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বাঁহাতি ব্যাটার মুরশিদা ৫৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন। কমনওয়েলথের বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।