সৌদী আরবে আজ পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে,হাজীরা দিয়েছেন কোরবানী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আরাফাত থেকে মুযদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ পড়েন মুসলমানরা। সেখানে রাতে পাথর সংগ্রহ করেন হাজিরা। আজ সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোঁড়েন। পরে কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ এবং মাথা মুণ্ডন করেন। সবশেষে কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্যেদিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। এর আগে আরাফাতে হজের খুতবায় মহামারি থেকে মুক্তি, আত্মশুদ্ধি ও পাপ মুক্তির দোয়া করা হয়। জোর দেন মুসলিমদের বিনয়ী আচরণ এবং ঐক্যের ওপর। সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন ইসলামিক দেশ আজ ঈদ উল আজহা উদযাপন করছে।