সৌদি প্রবাসীদের বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার আহবান জিএম কাদেরর

- আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সৌদি পাঠিয়ে সৌদি প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন ইতোমধ্যেই অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সৌদি গমনেচ্ছুরা এখনো টিকেট পায়নি।
বিকেলে রাজধানীর টেপা সেন্টারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে বরেন্য কথা সাহিত্যক মোহাম্মদ আতাউর রহমান রেশন এর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান একথা বলেন। এসময় দুর্ভাগ্যজনক ভাবে সৌদি প্রবাসীদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে জানিয়ে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে সরকারের প্রতি আহবান জানান। এর আগে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা-র বড় ভাই, বিশিষ্ট কথা সাহিত্যিক, গৌবর ৭১ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, নিউইয়র্ক বাংলা স্কুল ও বাংলা বইঘর-এর প্রতিষ্ঠাতা আতাউর রহমান রেশন এর স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।