সোলাস’র নতুন পণ্যের উদ্বোধন করলেন অপু বিশ্বাস

- আপডেট সময় : ০৪:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৮১৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় গ্যাস স্টোভ কোম্পানি সোলাস এর নতুন ৬টি মডেলের উদ্বোধন করলেন ঢাকাই চলচ্চিত্র জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ০১ জুন রাজধারীর ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টে লঞ্চিং সিরিমনি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোলাস কর্পোরেশনের চেয়ারম্যান খন্দকার সফিউদ্দিন ও পরিচালক তানজীব রুবাইয়াত সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘পণ্যের ডিজাইন ও ফিচারে নতুনত্ব নিয়ে আসছে ‘সোলাস’। আমি ‘সোলাস’র পণ্য দেখেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। ‘সোলাস’ অনেক দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস। আমি আমার দর্শক-ভক্তদের বলবো, ‘সোলাস’র পণ্য ব্যবহার করতে।’
নতুন ৬টি মডেলের উদ্বোধন উপলক্ষে সারাদেশ থেকে ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তাদেরকে প্রোডাক্টের গুণগত মান এবং ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সোলাস কর্পোরেশনের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান লাবু খান।