সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যামের আওতায় এসেছে সাত’শ একর অনাবাদি ও পতিত জমি

- আপডেট সময় : ০৩:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ছাতকে ১০ কোটি টাকা ব্যয়ে সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যামের আওতায় এসেছে সাত’শ একর অনাবাদি ও পতিত জমি। কিন্তু একাধিক সমস্যার কারণে এর সুফল পাচ্ছে না কৃষক। পাকা ড্রেন ও ব্যবস্থাপনা সমিতির নিবন্ধন না থাকায় নানা সমস্যায় পড়ছে সুনামগঞ্জের পাঁচ হাজার কৃষক। ভুক্তভোগীরা দ্রুত এর সমাধান চান।
২০১২-১৩ অর্থ বছরে সুনামগঞ্জের ছাতকের সোনাই নদীতে ১০ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন–বিএডিসি। এর ফলে ইসলামপুর ইউনিয়নের প্রায় সাত’শ একর অনাবাদি ও পতিত জমি বোরো চাষের আওতায় আসে।
এখান থেকে বিপুল পরিমাণ ধানও উৎপাদন হয়। কিন্তু, আট বছর পেরিয়ে গেলেও পানি সেচের পাকা ড্রেনেজ ব্যবস্থা হয়নি। সমিতির নিবন্ধন না থাকায় জমানো টাকার সঠিক হিসেব পাচ্ছেনা কৃষক। লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হচ্ছে বলে জানায় তারা। পাকা ড্রেন ও ব্যবস্থাপনা সমিতির নিবন্ধন প্রক্রিয়াধীন বলে জানায়, বিএডিসি। প্রয়োজনীয় সংস্কারে সরকার আর্থিক সহায়তা দেবে বলে আশা করে ভুক্তভোগীরা।