সৈয়দ এমরান সালেহ প্রিন্স নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
এসময় তিনি আরো বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার দম্ভে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বেপরোয়া হয়ে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেই চলেছে। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আসন্ন উপ-নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনেই তাদের সন্ত্রাসী কর্মীবাহিনী ব্যবহার করে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। যাতে বিএনপি প্রার্থী ও ভোটাররা নির্বাচন থেকে সরে যায়। জনসমর্থন না থাকায় ভরাডুবির আশংকায় আওয়ামী লীগ প্রশাসন ও নির্বাচন কমিশনকে চাকরের মতো ব্যবহার করছে।