সেপ্টেম্বর পযর্ন্ত অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চলতি মৌসুম বাতিল হতে পারে

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাব সেপ্টেম্বর পযর্ন্ত অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চলতি মৌসুম বাতিল হতে পারে। এমনটাই জানিয়েছে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন।
আগস্টের মধ্যে এবারের আসর শেষ করতে না পারলে বিকল্প পথ বেছে নেয়ার কথাও জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের কারণে স্থবির পুরো ক্রীড়াঙ্গন। যার প্রভাবে এরই মধ্যে অনেক ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স ও ইউরোপা লিগ নিয়ে। এমন পরিস্থিতে লিগ শেষ করতে বেশ কয়েকটি পথ বেছে নেয়ার কথা ভাবছে উয়েফা। চলতি মৌসুম পরিত্যক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে জার্মান ভিত্তিক ক্রীড়া মাধ্যম জেডিফি স্পোর্টস্টুডিও’কে উয়েফার প্রেসিডেন্ট জানান, সেপ্টেম্বরের আগেই আসর শেষ করতে হবে।