সেপ্টেম্বরের শেষদিক থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আগামী সেপ্টেম্বরের শেষদিক থেকে রোহিঙ্গাদের আবার ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসীন। সচিবালয়ে দুপুরে কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে বৈঠকশেষে এ কথা জানান তিনি।
সচিব বলেন, কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের জায়গা সঙ্কট থাকায় তাদের জন্য ভাসানচরে জায়গা নির্ধারণ করা হয়েছে। মিয়ানমার তাদের মানসম্মতভাবে ফেরত নেবে, সেই লক্ষ্যে কাজ করছে ইউএন। এর মধ্যে ভাসানচরে ১৮ হাজার ৮৯০ জনকে নেয়া হয়েছে। আরো ১ লাখ রোহিঙ্গাকে সেখানে নেয়ার কাজ চলছে। এ সময় ইউএনএইচসিআরের প্রতিনিধি জনস ভ্যান ডার কালাউ, আইএম’র মিশন প্রধান গিওর্গি গিগাউরি, ডাব্লিউএফপি কান্ট্রি রিপ্রাজেন্টেটিভ রিচার্ড রেগান উপস্থিত ছিলেন।