সেন্টমার্টিনে ঘুরতে এসে দুই দিন আটকে পড়া তিন শতাধিক পর্যটক অবশেষে ফিরছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে সেন্টমার্টিনে ঘুরতে এসে দুই দিন আটকে পড়েন তিন শতাধিক পর্যটক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে তারা ফিরছেন।
মঙ্গলবার সকালে একে একে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন পর্যটকরা। এর মধ্যে বেলা ১১টায় ৮০ জনের যাত্রীবাহী দুটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়। সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া কিছুটা ভালো থাকায় মঙ্গলবার সকাল থেকে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এর আগে নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে আটকে পড়েন তারা। তবে পর্যটকরা যাতে ঠিকমতো টেকনাফ পৌঁছান, সে ব্যাপারে খোঁজ-খবর রাখা হচ্ছে।