সেনা সরকারের বিরুদ্ধে নীরব বিক্ষোভের পরদিন আবারও রক্তাক্ত হলো মিয়ানমারের রাজপথ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সেনা সরকারের বিরুদ্ধে নীরব বিক্ষোভের পরদিন আবারও রক্তাক্ত হলো মিয়ানমারের রাজপথ। বৃহস্পতিবার পুলিশের গুলিতে প্রাণ হারায় আরও ৯ বিক্ষোভকারী।
বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় টাউনগি শহর, ইয়াঙ্গুন, মোনিওয়াসহ বেশ কয়েকটি শহরে হাজার হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ২৮৬ জন নিহত হয়েছে বলে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের এক হিসাবে বলা হয়।এদিকে, মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানের ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাতেও থামছে না দেশটির সামরিক সরকারের দমন পীড়ন।