সেনাবাহিনীর মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী।
সকালে মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পের চিকিৎসকরা শতাধিক গর্ভবতী মাকে চিকিৎসা দেয়ার পাশাপশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করেন।
এদিকে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে সেনাবাহিনী । গাংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় মানুষের পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন ঠাকুরগাঁও ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন কাওসার, লে. আসিফ।



















