সেনাবাহিনীকে চৌকশ করে গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে

- আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সেনাবাহিনীকে চৌকশ করে গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৭ তম দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান একথা বলেন। দীর্ঘমেয়াদী এই কোর্সে কমিশনপ্রাপ্ত ২৬৫ তরুণ সেনা কর্মকর্তার সমন্বয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহন করেন প্রধানমন্ত্রী। এর আগে, প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে এসে পৌছলে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে অভ্যর্থনা জানান। পরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাবির নেওয়াজ। এই কুচকাওয়াজের মাধ্যমে ২৩৪ বাংলাদেশি, ২৯ জন সৌদি, একজন ফিলিস্তিনি ও একজন শ্রীলঙ্কান ক্যাডেটসহ ২৬৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন।