সেনবাগে প্রাইজমানি মিনবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
সেনবাগে প্রাইজমানি মিনবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সেনবাগ থেকে মোঃ হারুন – এক বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর সেনবাগে উদ্বোধন করা হয়েছে অর্জুনতলা প্রাইজমানি মিনবার ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেলে সেনবাগ পৌরসভায় অর্জুনতলা আমতলী মেলা সংলগ্ন চৌরাস্তার মোড়ে এই খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় অংশ নেন সেনবাগ আইকন ফুটবল একাডেমি বনাম কানকিরহাট আদর্শ ক্লাব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও ক্রীড়া অনুরাগ এসএ গ্রুপের সমন্বয়ক জননেতা হাসান মঞ্জুর। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সেনবাগ পৌরসভা কমিটির সভাপতি মোঃ হারুন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল ইসলাম মানিক, সফিকুজ্জামান শিমু,মাহমুদুল রশিদ রাজু,শাহাদাত হোসেন স্বপন,সমাজসেবক মন্টু মিয়া নুর ইসলাম, আয়োজক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ (মুন্না), মজিবুর রহমান সায়েম,মেহেদুল হক তাশরিফ,তানভিরুল ইসলাম।
খেলায় কানকিরহাট আদর্শ ক্লাব – সেনবাগ আইকন ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে।